বিমানে
চড়তে খুব ভয় পায় মামুন। দুরের যাত্রায় তাই সে ট্রেনে করে যাতায়াত
করে। একবার চট্টগ্রাম যাওয়ার পথে উপরের বার্থের
টিকেট করেছে মামুন।যাত্রাপথে
ঘন্টাখানেক ঘুম দিয়ে হঠাৎ খেয়াল হলো মামুনের,
ওর টূপিটা নেই। ওপরের বার্থে শুয়ে শুয়ে নিচের বার্থে হাত
বাড়িয়ে মামুন ওর টুপি খুঁজতে শুরু করলো। নিচ থেকে নারী কন্ঠের আর্তনাদ ভেসে এলো হঠাৎ, এই, কি করছো?বললো সেই নারীকন্ঠ।সরি,
আমি আমার টুপিটা পাচ্ছিনা, সেটাই
খুজছিলাম।জবাব দিলো
মামুন।কিন্তু এটা আপনার টুপি পাননি।রাগে গজগজ করলো মহিলাটি।হ্যাঁ, বুঝতে পেরেছি। বললো মামুন, আমার টুপিটা
গোল নয়। তাছাড়া
ওটার মাথায় আপনারটার মত বোতাম লাগানো নেই।
No comments:
Post a Comment