বল্টু
শহরে থাকে, তার বউ সখিনা
থাকে গ্রামে ।বল্টুর
বন্ধু আবুল ।বল্টু একদিন সখিনার জন্য “শাড়ি”কিনে পাঠালো আবুলের মাধ্যমে,প্যাকেট
খোলা
দেখে সখিনা বুঝতে পারলো যে আবুল শাড়ির প্যাকেট খুলে দেখেছে ।
কিছুদিন
পর আবার বল্টু সখিনার জন্য “ব্রা” কিনে পাঠালো আবুলের মাধ্যমেই,আবারো প্যাকেট খোলা দেখে সখিনা বুঝতে পারলো যে আবুল
প্যাকেট
খুলে দেখেছে ।বেশ কিছুদিন পর আবার বল্টু সখিনার জন্য “দুধ” কিনে পাঠালো ঐ আবুলের মাধ্যমেই,এবার সখিনা প্যাকেট হতে নিয়ে দেখে প্যাকেট তো খোলা-ই
এর উপরে আবার প্যাকেটের অর্ধেক দুধ নাই ।।
সখিনার রাগে-দুঃখে বল্টুকে
চিঠি লিখলো . .“জানু !! ঐ আবুইল্যা একটা জানোয়ার !!আমার শাড়ি খুলছে ,
ব্রা খুলছে তারপরেও তোমারে কিছুই কই নাই !!এখন
ওইদিন আমার দুধও খাইয়া ফালাইছে !!”
No comments:
Post a Comment